মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে বাড়ির অন্য শিশুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় সাত বছর বয়সি শিশু নিহা আক্তার। পরে পরিবার ও বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সমেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও ওই বাড়ির দুলাল মিজির বড় মেয়ে। এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ মারা যাওয়া শিশু নিহা আক্তারের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
জানা গেছে, এদিন দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে সাঁতার কাটতে যায় শিশু নিহা আক্তার। এসময় সে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় তার সাথে থাকা শিশুদের ডাক-চিৎকার শুনের পরিবার ও বাড়ির লোকজন পানিতে নেকে কিছুক্ষন অচেতন অবস্থায় শিশু নিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শিশুর নিকট আত্মীয় তানজিবুল ইসলাম মামুন জানান, শিশুটি প্রতিদিন মতো আজও গোসল করতে পুকুরে যায়। সে পুরোপুরি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার (চিকিৎসক) শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেেিত ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।