Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা  হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বাস আটকে ৬৫ ভরি সোনা ছিনতাই, নেতৃত্বে যুবদল নেতা! চাঁদপুরে জাল সনদে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ পান যুবলীগ নেতা কাউসার শাহরাস্তিতে আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত শাহরাস্তিতে ফখরুল আলম পাটোয়ারীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডায়রিয়ায় দুইজনের মৃত্যু লক্ষ্মীপুরে – Rknews71

লক্ষ্মীপুরে রমজানে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলায় গত ৪৮ ঘণ্টার মধ্যে শিশুসহ দুইজন রোগী মারা গেছেন। বর্তমানে ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ শতাধিক রোগী। এসব রোগীর চিকিৎসা সেবা দিতে এখন হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের।

স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, পর্যাপ্ত ঔষধপত্রও মজুদ রয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সদর হাসপাতাল গিয়ে দেখা যায়,  প্রতি বেডে একাধিক রোগী, অনেক রোগীর ঠাই মিলছে আবার ফ্লোরে। দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ বুধবার ভর্তি হয়েছেন ১২ জন। বর্তমানে ৩০ বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন রোগী। এমন নাজুক পরিস্থিতি বিরাজ করছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে।

একই অবস্থা জেলার রায়পুর ও রামগঞ্জে। এছাড়া রামগতি ও কমলনগরসহ পুরো জেলায় প্রতিদিন ৩ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান চিকিৎসকরা। এরিমধ্যে গত সোমবার রায়পুরের কেরোয়া ইউনিয়নে মীম নামের ২২ বছরের তরুণী ও বুধবার ভোর রাতে সদর হাসপাতালে মরিয়ম নামে দুই বছরের এক শিশু মারা যান।

এদিকে রোগীর স্বজনরা অভিযোগ করে বলছেন, টাকা ছাড়া স্যালাইন ও ঔষধপত্র মিলছেনা। হাসপাতাল সংশ্লিষ্টরা তা অস্বীকার করে বলছেন, চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

সদর হাসপাতালের শিশু কনসালটেনন্ট মোহাম্মদ মোরশেদ আলম হিরু নিউজ টোয়েন্টিফোরকে বলেন, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের সঙ্গে বয়স্করাও বেশী আক্রান্ত হচ্ছে। তাই সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

সিভিল সার্জন ডা. আহমেদ কবির নিউজ টোয়েন্টিফোরকে বলেন, পর্যাপ্ত ঔষধপত্র মজুদ রয়েছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আক্রান্তদের স্যালাইন, জিঙ্ক (সিরাপ ট্যাবলেট) খাওয়ার পরামর্শ দেন তিনি। তবে দু’জন মৃত্যু বিষয় নিয়ে সিভিল সার্জন বলেন, একজন ডায়রিয়া ও অপরজন নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরো পড়ুন  হাজীগঞ্জ-শাহরাস্তিতে দুই সহস্রাধীক পরিবারের মাঝে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের ঈদবস্ত্র বিতরণ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা 
নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
বাস আটকে ৬৫ ভরি সোনা ছিনতাই, নেতৃত্বে যুবদল নেতা!
চাঁদপুরে জাল সনদে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ পান যুবলীগ নেতা কাউসার
ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় চাঁদপুরে গণধিকার পরিষদের আলোচনা সভা ও আনন্দ মিছিল 
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় সকল শহীদদের স্মরণে শাহরাস্তিতে “শহীদি মার্চ”

আরও খবর

error: Content is protected !!