Header Border

ঢাকা, রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ  খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা  মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া  সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

হজ করতে পায়ে হেঁটে কেরালা থেকে মক্কায় ভারতীয় শিহাব

হজ যাত্রা করবেন, তাই ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে পবিত্র শহর মক্কায় পৌঁছলেন এক যুবক। কেরালা থেকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে তার সময় লাগেছে ৩৭০ দিন। এজন্য প্রায় ৮৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় কেরলের বাসিন্দা শিহাব ছোত্তুরকে।

ভারত থেকে যাত্রা শুরু করে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেন শিহাব। এরপর সেখান থেকে যাত্রা শুরু করে পৌঁছে যান মক্কায়। আর পুরো পথটাই পায়ে হেঁটেই তিনি যাত্রা করেন।

কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব চোত্তুর গত বছরের ২ জুন হজ করার জন্য কেরালা থেকে রওনা দেন। চলতি মাসের গোড়ার দিকে তিনি সৌদি আরবের মক্কা এসে পৌঁছান।

শিহাব জানান, ‘সৌদি আরবে প্রবেশের পর সৌদির গুরুত্বপূর্ণ স্থান মদিনায় যান। সেখানে ২১ দিন কাটিয়ে তারপর মক্কায় পৌঁছান। মদিনা থেকে মক্কায় পৌঁছাতে সময় লাগে ৯ দিন। এর মধ্যে ৪৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।’

শিহাবের মা জৈনাবা ছোত্তুর কেরালা থেকে মক্কায় আসার পরই তারা উভয়েই একসাথে শহরে হজ পালন করবেন বলে জানা গেছে।

পেশায় একজন ইউটিউবার শিহাব নিয়মিত ভাবেই তার চ্যানেলের দর্শকদের এই হয় যাত্রা সম্পর্কে আপডেট দিয়া আসছেন। সেখানেই জানা গেছে, গত বছরের জুনে তার হজ যাত্রা শুরু করার পর, ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে সে ওয়াঘা (পাঞ্জাব)-আত্তারী (পাকিস্তান) আন্তর্জাতিক সীমান্তে পৌঁছান। সেখান থেকে পাকিস্তানের ঢুকতে গেলেই তাকে প্রথম বাধার সম্মুখীন হতে হয়। অভিযোগ তার কাছে বৈধ ভিসা না থাকায় পাকিস্তানের অভিবাসন ডাক্তারের কর্মকর্তারা সীমান্তে তার পথ আটকায়।

এরপর পাকিস্তানের প্রবেশের ট্রানজিট ভিসা পেতে তাকে ওয়াঘার স্থানীয় একটি স্কুলে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ট্রানজিট ভিসা পান শিহাব। এরপর পাকিস্তানে প্রবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত বিরতির পরে সৌদি আরবের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেন শিহাব। আবেশে চার মাস পর মক্কায় পৌঁছান তিনি।

আরো পড়ুন   বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো কচুয়ার কোয়া পোদ্দার বাড়ির ১৪৪তম শারদীয় দুর্গোৎসব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ 
খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ
নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা 
মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া 
সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

আরও খবর

error: Content is protected !!