বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারী (শনিবার) হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধার অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামীলীগ তা জাতীয়ভাবে নিতে পারেনি। মুক্তিযুদ্ধকালীন সরকার গঠিত হলে তারা দেশের মধ্যে বিভিন্ন বাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। দেশ স্বাধীনের পর তাজউদ্দিন সাহেব ক্ষমতা পাওয়ার কথা, কিন্তু শেখ মুজিব নিজে ক্ষমতা নেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সদস্য নবায়নকালে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন টাকার বিনিময়ে কেউ যেন সদস্য হতে না পারে। বিগত দীর্ঘ সময়ে যারা আন্দোলনে ছিল, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে সংগঠনের নিয়ম নীতি অনুসরণ করে উপজেলা, পৌর, ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের সদস্য নবায়ন কার্যক্রম চলমান রাখবেন। তিনি আরো বলেন, আগামীর প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। দলীয় শৃঙ্খলার বিষয়ে অনেক কঠোর। তার নির্দেশনা মোতাবেক কারো বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ পাওয়া গেলে দল থেকে বহিষ্কারসহ বিভিন্ন ধরণের শাস্তি ভোগ করতে হবে। তখন আমাদের কিছুই করার থাকবে না।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরিুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান কালু পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।