চাঁদপুরের মতলব উত্তর থানার চাঞ্চল্যকর মোবারক হত্যা মামলার এজাহারভুক্ত পলাকত আসামি আমজাদ’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
৭ জুলাই শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ১৭/০৬/২০২৩ইং তারিখ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোবারক হোসেন বাবু’কে গুলি করে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদ হোসাইন (৩৫), পিতা- মৃত গোলাম রসূল বেপারী, সাং- চর ওয়েষ্টার, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, এ/পি- মেরাজ নগর, রায়েরবাগ, থানা- কদমতলী, ঢাকাকে’কে গ্রেফতার করে।
এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে র্যাব-১০ মতলব উত্তর থানায় সোপর্দ করেছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।