তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ শুক্রবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো. আক্তার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান তত্বাবধান করেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম স্বপন।
এসময় সৌদিআরব দাম্মাম বিএনপির সভাপতি ফারুক মোল্লা রিপন, চাঁদপুর জেলা ওলামা দলের সহ-সভাপতি বাতেন পাটোয়ার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান আশু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কাজী, বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা আব্দুর রউফ রবিন,
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতা হোসেন সিরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মাকসুদুর রহমান মুন্সী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ কচি, সাবেক যুগ্ন আহবায়ক হাসান পাটোয়ারী, জেলা চালক দলের সদস্য সচিব আরিফ শেখ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল হান্নান সর্দার, বিএনপি নেতা মো. কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা শামীম হাওলাদার, শামসুল আলম, মো. পাপন পাটোয়ারী, মো. মোবারক হোসেন, মাহবুবুল বাশার, জাকারিয়া ফরিদসহ ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।