ফরিদগঞ্জে পারভেজ হোসেন (১৫) নামে এক কিশোর শ্রমিকের রহস্যজনক
মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকাতে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সংবাদ
পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ঘটনাটি চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরচন্না গ্রামের ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায়
উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরচন্না গ্রামে চৌকিদার
বাড়ির ফারুক হোসেন কিশোর পুত্র পারভেজ নিজ ঘরে গলায় ওড়না
জড়ানো অচেতন অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তাকে উদ্ধার
করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে
ঢাকার নিকটতম ডেমরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।
সেখানইে চিকিৎসারত অবস্থায় গভীর রাতে মারা যায়।
বুধবার (২০ সেপ্টেম্বর) পরিবারের লোকজন মেডিক্যাল থেকে তড়িঘড়ি
করে বাড়িতে নিয়ে আসে। সকালে তাকে দ্রæত দাফনের ব্যবস্থা করলে
স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ ওই বাড়ি থেকে তার
মৃতদেহ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, পারভেজ সুস্থ্য সবল ছিল। সে নিমার্ণ শ্রমিকের কাজ
করতো। তার মৃত্যুর পর বাবা-মা ও ভাই ভিন্ন ভিন্ন কথা বলায় আমাদের
সন্দেহ তৈরি হয়েছে। তার মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম
জানান, পারভেজের মৃত্যুর সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
মর্গে প্রেরণ করা হয়েছে।