Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তির বলশীদে বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে পদোন্নতি পেলেন ডাঃ মোঃ জাহিদ ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন তারুণ্যের উৎসবে অতিথির সারিতে ওলামালীগের সভাপতি, স্থান হয়নি বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের 

হাজীগঞ্জ ডাকাতিয়া নদীরতীরে ভাসমান পর্যায়ে দৃশ্যমান শাক সবজির চাষ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান পর্যায়ে দৃশ্যমান শাকসবজি চাষ। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব কৃষকরা বিভিন্ন বাজারে লাল সবুজের শাকসবজি বিক্রি করে আসছে। তবে উপজেলা কৃষি বিভাগের বীজ বা ঋণের সহযোগিতা পেলে ভাসমান সেট আরো বড় আকার করে শাকসবজি উৎপাদন করতে পারতো বলে জানান এখানকার কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়ন অলিপুর,  পৌর এলাকার দক্ষিণ বলাখালের পাশ দিয়ে ডাকাতিয়া নদী। সেই নদীর পাশে জমে থাকা কচুরিপানার স্তুপ করে ভাসমান সেট তৈরি করেন স্থানীয় কৃষকরা। তাদের সেটে দেখা যায় লাল শাক, কচি মূলার সবুজ শাক, কুমড়া ও লাউয়ের শাক।
দেখা যায়, দক্ষিণ বলাখাল মুন্সী বাড়ী নাজির আহমেদ মুন্সি ও ছেলে হাবিব নদী থেকে একটি ভাসমান সেটের উপর দাড়িয়ে রয়েছে। সেটে রয়েছে লাল শাক। এগুলো উত্তলন করে বাবা ছেলে বাজারে বিক্রি করার লক্ষে খালের পাশে নিয়ে যাচ্ছে।
অলিপুর গ্রামের কৃষক মোবারক মিয়া ও নুর হোসেন বলেন, আমাদের এলাকা এমনিতে সারা বছর নিচু জমিতে জোয়ার ভাটার কারণে জমি পানিতে জলাবদ্ধ থাকে। ভাসমান কচুরিপানা পানিতে ভেসে থাকত প্রায় বছরব্যাপী। সাধারণভাবে কচুরিপানা বহুমাত্রিক অসুবিধার কারণ। এ জঞ্জাল কচুরিপানাকে তারা ধাপে ধাপে কাজে লাগানোর পরিকল্পনা করে। তারপর সেসব ধাপের উপর টেপাপানা দিয়ে তৈরি করে ভাসমান বীজতলা। এভাবে ভাসমান ধাপের উপরে বিভিন্ন রকম সবজির দৌলা দিয়ে মনের মাধুরি দিয়ে সাজায় নান্দনিক ভাসমান বীজতলা। এসব ভাসমান বীজতলায় কোনোটায়  লাউশাক, লালশাক, পালংশাক, ডাঁটাশাক বা সাদা শাকের চাষও করেন। তাছাড়া লাউ, কুমড়া, শিম, বরবটি, টমেটো, বেগুন, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, বাঁধাকপি, ফুলকপি, সবুজ ফুলকপি, শসার চারা গাছ উৎপাদন করা হয়। এসব ভাসমান বীজতলাগুলো যাতে ভেসে না যায়, সেজন্য তারা শক্ত বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখে। শুকনো মৌসুমে পানি সরে গেলে সেসব কচুরিপানার ধাপ জমিতে মিশে জৈব পদার্থের অতিরিক্ত জোগান দেয়। জমি হয় উর্বর। শুকনো মৌসুমে এখানকার মানুষরা চাষ করে বোরো ফসল। এত দিন তারা ভাসমান বীজতলায় কোনো রাসায়নিক সার ব্যবহার করত না। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে অল্প পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন। আগে যেখানে সবজির চারাগুলো ছিল কিছুটা লিকলিকে দুর্বল এখন আধুনিক ব্যবস্থা অবলম্বনে আর মানসম্মত বীজ ব্যবহারে শক্ত সবল স্বাস্থ্যবান চারার ফলনে সুফল পাচ্ছেন।
কযেকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তা কখনো সরকারি বীজ বা কোন সুযোগ সুবিদা দেয়নি। যদি সরকারী ভাবে পেতাম তাহলে আমরা ভাসমান সেট সারাবছর এ ডাকাতি নদীর উপর থেকে শাকসবজি উৎপাদন করে আসতে পারতাম।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, উপজেলার সবচেয়ে বেশি ভাসমান সেটের মাধ্যমে শাকসবজি উৎপাদন হয়ে আসছে দক্ষিণ বলাখাল ও অলিপুর গ্রামে। মূলত নদীর তীরে এসব ভাসমান সেট তৈরি করার সুবিধা রয়েছে। আমাদের উপ কৃষি কর্মকর্তা এগুলো পর্যবেক্ষণ করে আসছেন।
আরো পড়ুন  শাহরাস্তির রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসার ৪তলা ভীত বিশিষ্ট ১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন - Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ
মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আরও খবর

error: Content is protected !!