Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ

হাজীগঞ্জের জোড়া খুনের মূল আসামী আটক-১

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার চাঞ্চল্যকর ও ক্লু-লেস পৌঢ় দম্পতিকে হত্যা মামলার পলাতক আসামি সোহাগ’কে রাজধানীর সদরঘাট এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
 গত ০৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখ চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন বড়কুল এলাকায় বসবাসকারী এক পৌঢ় দম্পতি রাতের খাবার শেষে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পরে। পরের দিন সকাল বেলা পাশের বাড়ির জনৈকা সবিতা সাহা ফুল তোলার জন্য পৌঢ় দম্পতির ঘরের পাশের ফুল গাছের নিকট গিয়ে উক্ত দম্পতির কোন সাড়া-শব্দ না পেয়ে তাদের নাম ধরে ডাকতে থাকে। অতঃপর তাদের কোন জবাব না পেয়ে সবিতা সাহা উক্ত ঘরের দরজার সামনে গিয়ে আবারও তাদের ডাকতে থাকে। ঘরের ভিতরে অন্ধাকার ও উক্ত দম্পতির কোন সাড়া শব্দ না পেয়ে সে আশপাশে লোকজনদের ডেকে এনে উক্ত ঘরে প্রবেশ করে। তারা ঘরে প্রবেশ করে দেখতে পায় পৌঢ় দম্পতিকে কে বা কারা হাত-পা, চোখ বেঁধে হত্যা করেছে এবং ঘরের সকল জিনিসপত্র এলোমেলো করে রেখেছে। পরবর্তীতে তারা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘনটাস্থলে এসে লাশ দুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
 উক্ত ঘটনার পর পৌঢ় দম্পতির মেয়ে রিনা রানী বর্মন (৪০) তার পরিবারের সাথে পরামর্শ করতঃ চাঁদপুর জেলার  হবিগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১০, তারিখ-০৮/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৮০/৩৪দণ্ড বিধি। ইতোমধ্যে হত্যাকাণ্ডটি বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশের কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
 ঘটনাটি জানতে পেরে র‌্যাব উক্ত চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আসামি মোঃ সোহাগ (২৫), পিতা- বিল্লাল হোসেন, সাং- এন্নাতলি মুন্সিবাড়ী, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় সে একটি চোর চক্রের সদস্য। তারা গত ০৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখ রাতে পৌঢ় দম্পতি ঘুমিয়ে থাকাবস্থায় চুরি করার উদেশ্যে উক্ত ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে। চুরি করার একপর্যায়ে পৌঢ় দম্পতি সজাগ হয়ে যায় এবং তাদের চিনে ফেলে। এসময় পৌঢ় দম্পতি ডাক-চিৎকার করার চেষ্টা করলে গ্রেফতারকৃত আসামি সোহগ ও তার সহযোগীরা মিলে পৌঢ় দম্পতির হাত-পা, চোখ বেঁধে বিছানার উপর বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
আরো পড়ুন  রাশিয়ায় যুদ্ধ বিরোধী মিছিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ 
মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ 
হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

আরও খবর

error: Content is protected !!