Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

আবারো পল হ্যারিস ফেলো হলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন আবারো পিএইচএফ (পল হ্যারিস ফেলো) পদক লাভ করেছেন। চলতি ২০২৩-২৪ রোটারী বর্ষে তিনি রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+৩ বা পিএইচএফ লেভেল-৪ (এমপিএইচএফ) হলেন। এ উপলক্ষে আগামি ২৫ নভেম্বর চট্টগ্রামের রেডিশন ব্লু হোটেলে অনুষ্ঠিতব্য ‘দি রোটারী ফাউন্ডেশন’ সেমিনারে তিনি গভর্নর কর্তৃক বিশেষ পুরস্কার ও পিএইচএফ লেভেল-৪ লেবেল পিন লাভ করবেন।

এর আগে ২০১৭ সালে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারী ফাউন্ডেশনে প্রথমে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ এবং ঐ বছরই আরো ১ হাজার ডলার জমা দিয়ে এমপিএইচএফ (পিএইচএফ+১) হয়েছিলেন। রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চলতি ২০২৩-২৪ রোটারী বর্ষে রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+৩ বা পিএইচএফ লেভেল-৪ (এমপিএইচএফ) হন। এর আগে তিনি ২০২২-২৩ রোটারী বর্ষে রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+২ বা পিএইচএফ লেভেল-৩ (এমপিএইচএফ) হয়েছিলেন। ২০২১ সালে তিনি ১শ’ ডলার দিয়ে এমসি পদক লাভ করেন। রোটারী ফাউন্ডেশনে রোটা. সুমন মোট ৪ হাজার ১শ’ ডলার দান করেন।

চট্টগ্রাম রেইনবো রোটারী ক্লাবের স্বাগতিকতায় আগামি ২৫ নভেম্বর চট্টগ্রামের রেডিশন ব্লু হোটেলে রোটারী ফাউন্ডেশন সেমিনারে সভাপতিত্ব করবেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান। প্রোগ্রাম চেয়ার ও চট্টগ্রাম রেইনবো রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. খায়ের আহমেদ জানান, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে অনেক রোটারিয়ান রেজিস্ট্রেশন করছেন। আশা করা হচ্ছে সহস্রাধিক রোটারিয়ানের অংশগ্রহণে অনুষ্ঠান সমৃদ্ধ হবে। সেমিনারে রোটারী ইন্টারন্যাশনালের কর্মকর্তা ও দেশের সিনিয়র রোটারিয়ানরা অংশ নেবেন।

উল্লেখ্য, বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তর আর্থিক ফান্ড ‘রোটারী ফাউন্ডেশন’ ১৯১৭ সালে তৎকালীন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রোটা. আর্ক সি. ক্লাম্প গঠন করেন। এরপর থেকে গত শতবর্ষে সারা পৃথিবীর রোটারিয়ানদের অনুদানে রোটারী ফাউন্ডেশন বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে আসছে। আর এই ফাউন্ডেশনে বিভিন্ন পর্যায়ে দানকারীদের বিভিন্নভাবে পদক দেয় রোটারী ইন্টারন্যাশনাল। মাত্র ১ হাজার ডলার এই ফান্ডে জমা দিলে তাকে পিএইচএফ পদক দেয়া হয়। রোটারী ক্লাবের সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও ঐ ফান্ডে অনুদান দিতে পারেন। রোটারিয়ান নন যেমন রোটার‌্যাক্টর বা রোটারী ক্লাবের সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও ইতোমধ্যে ঐ ফান্ডে অনুদান প্রদান করেছেন। বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি রোটারিয়ান বিল গেটস্ এই ফান্ডে বিলিয়ন ডলার দান করেছেন।

আরো পড়ুন  হাজীগঞ্জে সংঘর্ষে মনির নিহতের ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, আটক-১

জানা যায়, রোটারী ফাউন্ডেশনের ফান্ড থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায়দের সহায়তা দেয়া হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে- পৃথিবী থেকে পোলিও রোগ মুক্তকরণ। পৃথিবীতে পোলিওমুক্তকরণে রোটারী ইন্টারন্যাশনাল প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ করেছে। এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশসহ তৃতীয় বিশ্বের অভাবগ্রস্ত দেশে বিভিন্ন প্রকল্প তৈরি করে ঐ ফান্ড থেকে মানুষের সেবা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানেও বৃহৎ প্রকল্পগুলোতে রোটারী ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত
মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ  
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরও খবর

error: Content is protected !!