হাজীগঞ্জে খেলোয়াড়দের সাথে মতবিনিময় এবং ফুটবল প্রিমিয়িার লীগের জার্সি ও ট্রফি উন্মোচন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের সাথে এ মতবিনিময় এবং জার্সি ও ট্রফি উন্মোচন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম উপজেলায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকৃত খেলোয়াড়দের (বালক/বালিকা) দিক-নির্দেশনা প্রদান করেন এবং বর্তমান সময়ের ন্যায় আগামি দিনেও তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. মো. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাবেক খেলোয়াড় পৌর ৭নং ওয়ার্ডে কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজীসহ প্রাক্তণ ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রাক্তণ ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।