চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ০১ নং রাজারগাঁও ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) ইউনিয়ন পরিষদের হল রুমে ৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ডের ৬৬৮ জন কার্ডধারী পরিবারের মাঝে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাউল টিসিবির পণ্য বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান।
১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর ইসলাম বলেন,দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণকল্পে সরকারের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। ইউনিয়নের দরিদ্র জনগণকে রাষ্ট্রের এমন সুবিধা সেবা দিতে পেরে সত্যি আনন্দ লাগছে।
টিসিবির ডিলার আবরার ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ সুরুজ মিয়া বলেন,সরকারী নির্দেশনানুযায়ী আমি সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণ করছি।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান ও ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা মোঃ গোলামুর রহমান,প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগির কাজী,ওয়ার্ড মেম্বারবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চেয়ারম্যান নির্দিষ্ট কার্ডধারীর হাতে টিসিবির পণ্য তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
বিতরণ কাজে দায়িত্ব পালন ও সহযোগিতা করেন,ইউপি সচিব মোঃ নাসির শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।