কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেস কোম্পানীর আল বারাকা ইসলামী
বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি চেক বিতরণ করা হয়েছে। রবিবার
দুপুরে কচুয়া বাজারের অবস্থিত আলবারাকা ইসলামী বীমার কার্যালয়ের
সংস্থার জিএম মো.সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর
তালুকদার। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের ডিজিএম মো.নজরুল
ইসলাম,এজিএম শওকত আলী মিয়াজী। আলোচনা শেষে অতিথিবৃন্দ
গ্রাহকদের মাঝে মৃত্যুদাবীর দুইটি চেকে ১ লাখ ৭২ হাজার টাকা ও
মেয়াদপূর্তির ২১ জনের মাঝে ১৫ লক্ষ ৫২ হাজার ৫ শত টাকার চেক বিতরণ
করেন।
ছবি: ০১ কচুয়া আল-বারাকা বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি
চেক বিতরণ করছেন অতিথিবৃন্দ।
কচুয়ার নূরপুর ল্যাবরেটরী উবি’র সভাপতি
মো.তবারক উল্লাহ নির্বাচিত
মো: রাছেল,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি \
কচুয়া নূরপুর ল্যাবরেটরীর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসের কার্যালয়ে একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং
অফিসার কেএম সোহেল রানার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিভাবক সদস্য আ: ছাত্তার সভাপতি পদে মো.তবারক উল্লাহ’র নাম
প্রস্তাব করলে সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ
খান,প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি
মো.আলমগীর তালুকদার,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আ: ছাত্তার,
ফারুক হোসেন,সোহেল রানা, খালেদা আক্তারসহ এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।