দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও
স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ জানুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া থানা পুলিশের
আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন,
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,
পিপিএম। প্রীতিভোজ শেষে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের
উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ও
ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে
কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার
মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি
পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা গুলো পর্যালোচনা করাসহ তদন্তের মান
বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত
সকল কর্মকর্তাদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করে পেশাদারিত্বের
সাথে দৈনন্দিন কাজ করার আহŸান জানান।
এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও
(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার
(ক্রাইম অ্যান্ড অপস্ধসঢ়;) রাশেদুল হক চৌধুরী,কচুয়া উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ হারুনুর অর-
রশিদসহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অবসর জনিত কারনে কচুয়া থানার পুলিশ সদস্য শহীদুল
ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন ও আইন-শৃঙ্খলা রক্ষা ও
জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান
করেন পিপুলকড়া গ্রামের ইউপি সদস্য আবু সাঈদকে।