চাঁদপুর জেলার ব্যবসায়ী প্রাণকেন্দ্র হাজীগঞ্জে মানসম্পন্ন ও সুলভ মূল্যে ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের দ্বার প্রান্তে পৌছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিগ বস ইলেকট্রনিক্স শো রুম।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে পূর্ব বাজরের ব্রিজ সংলগ্নে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ শো রুমের শুভ উদ্ভোধন করা হয়।
বিগ বস ইলেকট্রনিক্স শো রুমের সত্ত্বাধিকারী কাজী জিয়াউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ ট্রাপিক পুলিশের সাবেক টিআই তালুকদার আল মামুন,বর্তমান টিআই বোরহান উদ্দিন,বন্ধু মহলসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক গাজী নাছির উদ্দিন।