মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা ও বি.এম.টি শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ তাঁর বক্তব্যে বলেন,বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে অধ্যক্ষ আশা করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল-মেহমুদ,আবুল কালাম আজাদ,সৈয়দ নূর হোসেন,মো: হাবিবুর রহমান,মো: কামাল হোসেন।
গভর্ণিং বডি’র মধ্যে বক্তব্য রাখেন,বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন,অভিভাবক সদস্য মোঃ শামছুজ্জামান মুন্সী,মো: মুজিবুর রহমান তালুকদার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা,শিক্ষক প্রতিনিধি
সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক
মোহাম্মদ মাকছুদুর রহমান,সহকারী অধ্যাপক মো: বেলাল হোসেন,সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে,সহকারী অধ্যাপক
বিলকিস আরা বেগম,সহকারী অধ্যাপক
প্রদীপ কুমার দাস,প্রভাষক বিকাশ চক্রবর্তী।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার
পরিচালনায় অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ অভিভাবকদের প্রতি অনুরোধ করেন বলেন ত শিক্ষার্থীদের যেন নিয়মিত কলেজে পাঠান, নিয়মিত বাড়িতে লেখাপড়া করে এবং এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে যাতে বিরত থাকে।