বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম।
সহকারী শিক্ষক উপেন্দ্র নাথ রায়ের উপস্থাপনায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ও নতুন কারিকুলামের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমসহ অন্যান্য শিক্ষক।
এসময় অতিথিবৃন্দসহ প্রভাষক ইমাম হোসেন, সিনিয়র শিক্ষক নাজমুস শাহাদাত, রনজিৎ চন্দ্র পাল, আসমা বেগম, রীনা চৌধুরীসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।