বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে চলতে হবে। কি পেলাম কি পেলাম না এ নিয়ে ভাববার সময় এখন নয়। এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফার কথা এবং আমাদের অহংকার তারেক রহমানের আহŸানের কথা পৌঁছিয়ে দিতে হবে। দলের দুর্দিনে যারা রাজপথে ছিলেন, নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন, দল নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় গেলে অবশ্যই তাদের মূল্যায়ন করবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কর্মকাÐকে মূল্যায়ন করেই আমাদের সামনের দিনগুলোকে এগিয়ে নিতে হবে। তবেই ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে সকথা বলার যেই স্বাধীনতা পেয়েছি, তার পূর্ণতা পাবে। আর যদি পতিত আওয়ামী লীগের মতো আচরণ করি এবং দলের আদর্শ না মানি তবে আমাদের ভাগ্যে এর চেয়েও খারাপ কিছু লেখা হবে।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা গুলো বলেন।
মান্দারখীল মাদ্রাসা প্রাঙ্গণে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক নাছির পাওটয়ারী, সাবেক সিনিয়র যুগ্মআহŸায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্মআহŸায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহŸায়ক হারুন পাঠান, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ইউছুপ পাটওয়ারী, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহŸায়ক মানিক পাটওয়ারী, মহিলা দলের নেত্রী পারুল বেগম বক্তব্য রাখেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। #