Header Border

ঢাকা, বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
কচুয়ায় অগ্নিদগ্ধ সামিয়ার মৃ*ত্যু*র ঘটনায় প্রধান শিক্ষক মাসুক বরখাস্ত ফরিদগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ আটক ২  নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা হাজীগঞ্জে দুই শিশুর মারামারি,নিহত ১ হাজীগঞ্জে নতুন ভোটার হতে সাড়ে ২২ হাজার আবেদন, বাদ ৬ হাজার দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাজীগঞ্জে নবাগত ইউএনও’কে উপজেলা প্রকৌশলীর ফুলেল শুভেচ্ছা সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বচ্ছল এক রোগীর মূত্রথলির পাথর অপারেশন

১০ একর কৃষি জমি জলবদ্ধতার কারনে প্রায় অধ্যশত কৃষকের মাথায় হাত 

চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ একর কৃষি জমি জলবদ্ধতার কারনে চাষাবাদ করতে না পেরে প্রায় অধ্যশত কৃষকের মাথায় যেন হাত পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামের দশ একর কৃষি জমি জলবদ্ধতার কারনে এ বছর ইরি বোরো চাষাবাদ করতে পারেনি স্থানীয় কৃষকরা।
মূলত পাশ্ববর্তী গুপ্টি পূর্ব ইউনিয়ন থেকে আসা
ঘনিয়া বেপারী বাড়ীর সুলতানের ছেলে কামাল হোসেন ও মানুরি থেকে আসা আবু মজুমদারের বেড়ী বাঁধের কারনে এ ১০ একর জমি পানি বন্ধি হয়ে পড়ে আছে। তারা নতুন বাড়ী তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ।
তাছাড়া মানুরী মনির মজুমদার, ডাক্তার বাড়ী, মানুরী দক্ষিন বেপারী বাড়ী থেকে আসা ইমান হোসেন,  আলমগীর, মন্টু মিয়া, খোরশেদ, মমিন ও সিরকালীয়া থেকে আসা রমজান আলী নতুন করে বাড়ী গড়ে তোলায় শনির খালের দুই পাশ ভরাট হয়ে পড়েছে। যে কারনে শনির খালটিতে পানি সরবরাহ না হওয়ায় সঠিক সময়ে চাষাবাদ করতে পারছেনা চালিয়াপাড়া ও মানুরী কৃষি মাঠের কৃষকরা।
চলতি ইরি বোরো মৌসুমে চালিয়াপাড়া মধ্যবর্তী কৃষি মাঠের প্রায় ১০ একর ফসলি জমি জলবদ্ধতার কারনে চাষাবাদ হচ্ছে না। গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী গ্রাম থেকে আসা কামাল হোসেন নামের এক ভূমিদস্যু জোরপূর্বক বাড়ী করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় বর্ষার পানি নামতে না পেরে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০ পরিবারের মাথায় হাত। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় কৃষকরা।
কৃষক ইসমাইল, আরিফ, কামাল, লোকমান, রশিদ মিয়া বলেন, আমাদের এ মাঠে ৫০ জন কৃষকের উপরে ফসলি জমি রয়েছে। কামাল হোসেন মানুরী গ্রাম থেকে এখানে এসে নতুন বাড়ী গড়ে তোলায় আমাদের এ মাঠের বর্ষার পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা তাকে পানি সরবরাহের লাইন রাখার অনুরোধ করলেও কথা রাখেনি।
মাঠের স্ক্রীম ম্যানেজার কৃষক রমজান আলী বলেন, ইতিমধ্যে আমরা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তিনি কৃষি অফিস থেকে অফিসার সরেজমিনে পাঠায়। কৃষি অফিসার জলাবদ্ধতা দেখে কামাল হোসেনকে পানি নামার জন্য লাইন দেওয়ার নির্দশনা দিলেও কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুর নেছা বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়েছি। পানি নিষ্কাশনের জটিলতা আসাকরি থাকবে না।
আরো পড়ুন  হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম -Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়ায় অগ্নিদগ্ধ সামিয়ার মৃ*ত্যু*র ঘটনায় প্রধান শিক্ষক মাসুক বরখাস্ত
ফরিদগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ আটক ২ 
নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি গঠন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা
হাজীগঞ্জে দুই শিশুর মারামারি,নিহত ১
হাজীগঞ্জে নতুন ভোটার হতে সাড়ে ২২ হাজার আবেদন, বাদ ৬ হাজার

আরও খবর

error: Content is protected !!