মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ ফোরাম আয়োজিত তিনদিব্যাপী তিনদিনব্যাপী(১৯,২০ ও ২১ ফেব্রুয়ারি) বই মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কালের সাক্ষী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর আওতাধীন দ্বীনি প্রতিষ্ঠান বিজনেস পার্ক ট্রেড সেন্টার ফুড লাভারস পাটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
প্রধান অতিথি বলেন, ভালো বই হোক ফরম বন্ধু এবং নিত্যসঙ্গী। সুখী ও সমৃদ্ধ সমাজ বি-নির্মাণে ভালো বইয়ের গুরুত্ব অপরিসীম। একটি ভালো বই এক জন ভালো বন্ধু অপেক্ষা উত্তম।নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে।মাতৃভাষা দাবি আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরো বলেন,নিজে বই পড়ুন,পরিবার,সমাজ তথা সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাজীগঞ্জ ফোরাম এর সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক,দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন,হাজীগঞ্জ থানা অফিসার মুহাম্মদ আবদুর রশিদ,শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি,
অনুষ্ঠান সঞ্চালন করেন,হাজীগঞ্জ ফোরাম এর অর্থ সম্পাদক মোঃ জাহিদ হোসেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বইমেলার স্টলগুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহজালাল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল গণি,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন,যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফেরদাউস আহমেদ,হাজীগঞ্জ ফোরাম এর সহ-সভাপতি বাবু যুগল কৃষ্ণ হালদার সহ ফোরাম এর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।