চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওলামালীগের সভাপতি রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মিজানুর রহমানকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করেছেন। বিষয়টি গত ১ মার্চ (শনিবার) মাওলানা মিজানুর রহমান তার ফেসবুকে মাদ্রাসার পেডসহ পোস্ট করেন। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছি। খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। এর পরে তিনি তার পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।
পেডের বিবরনে দেখা যায়, প্রেরক: অধ্যক্ষ/সম্পাদক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদরাসার দুইজন প্রাপক দেখানো হয়, একজন মাওলানা মো: মিজানুর রহমান খন্দকার, পিতাঃ মৃত, মো: আবুল কালাম, গ্রাম: রামদাসেরবাগ। ভোটার নং- ১১৫, ভোটার ক্যাটাগরি: কামিল স্তর। অপরজন দাখিল স্তর। সূত্র হিসেবে ব্যবহারিত হয়, ই.আ.বির জারীকৃত গভর্ণিং বডি গঠনের অর্ডিন্যান্সের ৩য় সংবিধি-২০২৩ (খ) এর ১১.৩ থেকে ১১.১৫ এবং অত্র মাদরাসার গভর্ণিংবডির ১৫/১/২০২৫ খ্রিঃ তারিখের রেজুলেশন ও সিদ্ধান্ত।
১৬/২/২৫ইং তারিখ স্বাক্ষরিত পেডে মাদ্রাসার অধ্যক্ষ মুফতী এইচ.এম আনোয়ার মোল্লা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্বপালন করেন। যার মধ্যে মাদ্রাসার সভাপতিরও স্বাক্ষর রয়েছে।
বিবরনে বিস্তারিত বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের বরাতে আপনাদের সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, অত্র মাদরাসার গভর্ণিংবডি গঠনের জন্য অভিভাবক প্রতিনিধি নির্বাচনের গত ৩১/১/২০২৫ খ্রিঃ তারিখের তফসীলে ০৯/২/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে আপনাদের দাখিলকৃত নমিনেশন পত্র এবং ১২/২/২০২৫ খ্রিঃ তারিখে প্রিজাইডিং অফিসার কর্তৃক নির্বাচিত ঘোষণা ও মাদরাসার গভর্ণিংবডির ১৫/২/২০২৫ খ্রিঃ তারিখের রেজুলেশন এর সিদ্ধান্ত অনুমোদনক্রমে আপনাদের ০২ (দুই) জনকে মজিদিয়া শাহসূফী ইয়াছিনিয়া ইসলামী ফাউন্ডেশন/ট্রাষ্টের অধীনে পরিচালিত অত্র ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদরাসার গভর্ণিংবডির অভিভাবক সদস্য নির্বাচিত করা হল।
ফেসবুকের বরাত ও স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলা ওলামালীগের সভাপতিকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করেছে, আমরা ফরিদগঞ্জের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খুনি হাসিনার দোসরদের প্রশাসনিক ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, অতি দ্রুত এই ওলামালীগের সভাপতি সদস্য পদ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।