জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চাদঁপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত অত্র স্কুলের হলরুমে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু’র,শৈশব জীবনের উপর রচনা প্রতিযোগিতা,বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ
বিষয়ে তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী শিক্ষক মিল্লাত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ কবির মুন্সী ও কবির হোসেন মিয়াজী, ,অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুস সামাদ,মোঃ রফিকুল ইসলাম বিএসসি,মোঃ সাইফুল ইসলাম ও আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং সপরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মোঃ শাহ পরান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।