মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষ্যে সোমবার(১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে হাজীগঞ্জ উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে শহীদ মিনারে শহীদদের স্মরণে অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গার্ল স্কাউটবৃন্দ,বয়েজ স্কাউকবৃন্দ,ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর আলোচনা, আবৃতি ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন,অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন লিটন।
সভা পরিচালনা সহকারী অধ্যাপক এস.এম. লিয়াকত হোসেন।
সভায় বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী,সহকারী অধ্যাপক মাছুমা আক্তার, সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী,সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক নুরজাহান আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ। এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষক -শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।