চাঁদপুরের শাহরাস্তি ইছাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ক্রিড়া উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল আলম তনুর সভাপতিত্বে এবং ইছাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ইঞ্জি. নেছার পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম কিবরিয়া, ইছাপুরা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও স্কুলের প্রাক্তন ছাত্র ডা. আনোয়ার হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম রাজিব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সুফিয়ান দর্জি, সাবেক শিক্ষার্থী ও পপুলার বিডিনিউজ এর সম্পাদক মনিরুজ্জামান বাবলু, ওয়ার্ড মেম্বার কামাল হোসেন, ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী রাসেল পাটওয়ারী, ইঞ্জি. রুবেল, মঞ্জুরুল আলম মীর, রহিম হাওলাদার সহ ঐতিহ্যবাহী ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রায় সকল ব্যাচের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সারাদিনব্যাপী বিভিন্ন ইভেন্টের দায়িত্ব পালন করেন, সোহরাব হোসেন শুভ, মেহেদী হাসান রনি, মানিক চন্দ্র শীল সহ স্কুলের প্রাক্তন ২০১২ ব্যাচের শিক্ষার্থী বৃন্দ।