Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি  সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি

১১৫তম রোটারী কনভেনশনে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন রোটা. মাহবুবুর রহমান সুমন

 

 

চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০২৪) ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারীর ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আগামি বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আগামি ২৫ থেকে ২৯ মে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে (Marina Bay Sands Expo & Convention Centre) রোটারীর ১১৫তম ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রোটারীর প্রথম কনভেনশন ১৯১০ সালের ১৫ থেকে ১৭ আগস্ট আমেরিকার সিকাগো শহরে অনুষ্ঠিত হয়। প্রথম কনভেনশনে অংশগ্রহণকারী ছিলো মাত্র ৬০ জন। এরপর প্রতি বছরই ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হলেও ২০২০ সালে করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি তা অনুষ্ঠিত হয়েছিলো।

রোটারী ইন্টারন্যাশনালের কনভেনশন রেজিস্ট্রেশন সার্ভিস থেকে জানা গেছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ১১৫তম ইন্টারন্যাশনাল কনভেনশনে সারা বিশে^র ১শ’ ৪০টি দেশের প্রায় ১৩ হাজার রোটারিয়ান অংশ নেবেন। ৫ দিনব্যাপী এই কনভেনশনে রোটারীর নানা বিষয় তুলে ধরা হবে। এছাড়া সারা বিশে^র রোটারিয়ানদের মধ্যে ভ্রাতৃত্বের মিলনমেলাও ঘটবে। এবারের কনভেনশনের থিম SHAIRING HOPE WITH THE WORLD.

সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল কনভেনশনে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন। কনভেনশন শেষে তিনি মালয়েশিয়ার রোটারী ক্লাব অব লেক গার্ডেন কুয়ালালামপুর ও রোটারী ক্লাব অব বেনটং মালয়েশিয়ার মিটিংয়ে অংশগ্রহণসহ বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করবেন। রোটারী ক্লাব অব লেক গার্ডেন কুয়ালালামপুরের প্রেসিডেন্ট রোটা. জনসন ফ্রান্সিস জানিয়েছেন, তারা চাঁদপুর রোটারী ক্লাবের সাথে বেশকিছু যৌথ প্রকল্পে আগ্রহী।

উল্লেখ্য, রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যপদ লাভ করেন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।

আরো পড়ুন  দরিদ্র পরিবারের মানুষ এলপিজির মূল্যবৃদ্ধিতে রান্নায় জ্বালানি সংকট

১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলন-রোটাশিয়া’৯২ এ তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। ২০২৩ সালে তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কন্ফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট নিউজ পেপার সাপ্লিমেন্টারী কমিটি ও ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার এবং ডিস্ট্রিক্ট সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোটা. মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে ‘ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান’ এর পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেন তৎকালীন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী। বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন ‘পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন’ ও ‘ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম-সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজে বিএনসিসি দলের সদস্য ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ 
হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে

আরও খবর

error: Content is protected !!