আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেয়া ঈদ উপহারের ১০ কেজি করে ৩০৭৬ জন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন,ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন।
ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন,ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ ১০ কোজি চাল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হয়েছে। যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ কোন কষ্ট না পায় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিবেচনায় এ বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। সকলেই চাল পেয়ে অনেক খুশি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ট্যাক অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ফারুক রেজা,ইউনিয়ন সচিব মোঃ সোলায়মান মিয়া,ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা সুধীজন,গণ্যমাণ্যবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।