হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঈদ উপহার ১০ কেজি করে ২৪৭১ জন পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৮ টায় উপজেলার নং ৪ কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন
বলেন,ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ ১০ কোজি চাল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হয়েছে।
২৪৭১ জন সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। চাল পেয়ে সকলেই অনেক খুশি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ট্যাক অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ফারুক রেজা,ইউনিয়ন সচিব লক্ষণ চন্দ্র দাস, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা, সুধীজন,গণ্যমাণ্যবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।