মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা পালিত হবে আগামিকাল সোমবার (১৭ জুন)। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যারা কোরবানি দিবেন, তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই নিজ নিজ পছন্দের কোরবানির পশু ক্রয় করেছেন। আর যারা বাকি রয়েছেন, তারা আজকের মধ্যেই ক্রয় করবেন।
এদিকে ঈদকে সামনে রেখে চারদিকে উৎসবের আমেজ এবং সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ পৌরসভাধীন ঐহিত্যবাহী আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. ফজলুল কাদের বাগদাদী।
বিষয়টি নিশ্চিত করেছেন, আলীগঞ্জ কাজী রিয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেটের (হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ) মোতওয়াল্লী কাজী মো. মোস্তাফিজুর রহমান নয়ন। তিনি সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতিমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।