দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যে দিয়ে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার নির্দেশক্রমে জনগনকে ভীত সৃষ্টি করে অর্থ আদায়ের কারনে হাজীগঞ্জে আজাদ কাশারী ও ইকবাল সর্দারকে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক স্বাক্ষরিত পত্রে তাদের দুই জনকে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করেন।
স্বাক্ষরিত পত্রে ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক আরো উল্লেখ করেছেন উল্লেখিত ব্যক্তিদ্বয় পরিবহন ও জনগনের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায়ের চেষ্টা করলে সেনাবাহিনীর চাঁদপুর জেলা এবং পুলিশ প্রশাসন চাঁদপুর জেলাকে অবহিত করার জন্য সর্বসাধারণকে তিনি অনুরোধ জানান।