জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদপান করেছে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আজিজুর রহমান।
১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ইউনিয়নের কাউনিয়া গ্রামে দুপুরে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন’র উপস্থাপনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, ইউনিয়ন বিএনপি নেতা মো.ইকবাল পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন, সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান রিপন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের প্রমুখ।