দেশে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা নানান দুর্ঘটনাজনিত কারণে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এবং এই প্রতিবন্ধকতার সাথে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন, যা তাদের দৈনন্দিন স্বক্রিয় জীবনযাপনকে বাধাগ্রস্থ করছে। কর্মক্ষম জীবনযাপনে প্রয়োজনীয় সক্ষমতা অর্জনই তাদের জন্য একটি প্রাথমিক চ্যালেঞ্জ। এসব অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত দেখালেন ইস্পেন প্রবাসীরা।
মানুষের সেবাই প্রকৃত সৃষ্টিকর্তার সেবা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যাণ্ডে এলাকায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিজন প্রতিবন্ধীকে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়। নগদ অর্থ পেয়ে কৃতজ্ঞতার হাঁসি ফুটে উঠেছে অসহায় এ প্রতিবন্ধীদের মুখে।
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমিসহ স্পেন প্রবাসীরা বিভিন্ন সময় অসহায় দরিদ্র পরিবার, সামাজিক সংগঠন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাথর্ীদের পাশে দাঁড়ানোর সুযোগ হলে প্রথম বারের মত এই অসহায় প্রতিবন্ধীদের মাঝে আসলাম। আমার খুব ভালো লাগলো এই অসহায় মানুষদের মাঝে একটা নির্মল সময় অতিবাহিত করতে পেরে। আমি সমাজের সমস্ত নাগরিকদের কাছে আহবান জানাবো, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই পরিবার গুলোর পাশে এসে দাড়াবেন, যেন তারা অসহায় বোধ না করে। তিনি বলেন সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের পাশে দঁাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, প্রতিষ্ঠিত অবিচারের কারণে প্রতিবন্ধীরা আমাদের থেকে একটু পিছিয়ে আছে। প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা নানা কারণে প্রতিবন্ধী হতে পারে। তাদের পাশে দঁাড়ানো, স্নেহের হাত বাড়িয়ে দেয়া আমাদের দায়িত্ব। আজকে মনিরুল ইসলাম মনির ভাই-সহ স্পেন প্রবাসীরা প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণের মধ্যদিয়ে যে মানবতা দেখিয়েছেন, আমরা যদি দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারি, তাহলে একদিন এইসব প্রতিবন্ধীদের মাজে স্বচ্ছলতা ফিরে আসবে।
বিএনপি নেতা নজরুল ইসলাম নজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী কামাল হোসেন সেলিম, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাছির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
আলোচনা শেষে আট শতাধিক বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীর মাঝে স্পেনের মাদ্রিদে বসবাসরত বাংলাদেশীদের পক্ষে নগদ অর্থ সহায়তা তুলেদেন অতিথিবৃন্দ