Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা  মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সুপার ফুডবিটরুট কেন খাবেন মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন  হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  হাজীগঞ্জের ছয়ছিলায় প্রবাসীর জমি দখল করে চাঁদা দাবির অভিযোগ ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল

ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড (উভারামপুর ও সুরঙ্গচাউল) বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে উভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. মফিজুল ইসলাম চৌধুরী।

ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আলহাজ¦ এম.এ হান্নানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কে নেতৃত্ব কিংবা দায়িত্ব পেলাম, আর কে পেলাম না, তার দিকে না তাকিয়ে দলীয় স্বার্থে সবাইকে কাজ করতে হবে। আর যিনি কাজ করবেন, তিনি এমনিতেই মূল্যায়িত হবেন।

বিএনপি নেতা জাকির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব ও সমর্থনের আহবান জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ ইমান হোসেন। এসময় সভাপতি পদে মো. সাইফুল ইসলাম ও মো. হান্নান পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন বেপারী ও মো. হোসেন মোল্লার নাম প্রস্তাব ও সমর্থন করেন নেতৃবৃন্দ।

সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এর মধ্যে মো. সাইফুল ইসলামের কর্মী-সমর্থকরা প্ল্যাকাড নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তার পক্ষ নিয়ে অতিথিদের মধ্যে বক্তব্যও রাখেন। বক্তব্যে বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ওয়ার্ড নেতাকর্মীদের সাথে নিয়ে সাইফুল ইসলাম প্রত্যক্ষভাবে নিজ এলাকা, ইউনিয়ন, উপজেলা, জেলা ও ঢাকায় অংশগ্রহণ করেছেন।

এসময় মো. সাইফুল ইসলাম ও তাঁর কর্মীরা অভিযোগ করে বলেন, অপর সভাপতি প্রার্থী হান্নান পাটওয়ারী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি প্রবাস থেকে দেশে এসে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে বসবাস করে আসছেন এবং তিনি ওই ওয়ার্ডের অর্থ্যাৎ হাজীগঞ্জের ভোটার। অথচ ফরিদগঞ্জের ভোটার না হয়ে তিনি কিভাবে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হন। এ বিষয়ে আমরা ইউনিয়ন ও উপজেলা বিএনপি নেতৃবৃৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

আরো পড়ুন  কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান

অপর দিকে মো. হান্নান পাটওয়ারীর কর্মী সমর্থকরা বলেন, দুঃসময়ে হান্নান পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি ওয়ার্ডে রাজনীতির পাশাপাশি ইউনিয়ন বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভুমিকা রেখেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়মিত খোঁজ-খবরের পাশাপাশি মানুষের পাশ দাঁড়িয়েছেন। এক প্রশ্নে হান্নান পাটওয়ারী সংবাদকর্মীদের বলেন, আমার বাড়ি এখানে এবং আমি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সাথে ছিলাম, এখনো আছি।

এ দিকে সম্মেলনে কমিটি ঘোষণা না করে আগামি ২/১ দিনের মধ্যে ঘোষণা করা হবে উল্লেখ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর সমাপনি বক্তব্য রাখেন, সম্মেলনের সভাপতি জাকির হোসেন পাটওয়ারী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, যুবদলের আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুবনেতা জসিম পাটওয়ারী, শ্রমিক দলের আহবায়ক মাহফুজ পাটওয়ারী, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন মোল্লা, যুবনেতা নাছির মজুমদার প্রমুখ।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিবসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা 
মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন
মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ
দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন 
হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

আরও খবর

error: Content is protected !!