চাঁদপুরের ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লেদুু মিয়া পাটওয়ারী নামের এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়েছে। ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে যায়। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর গ্রামের উম্মদ আলী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখায় দিনমজুর লেদুু মিয়ার বসতঘর পুড়ে গেছে। এতে তাঁদের ঘরসহ আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় পরিবার সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে।
অগ্নীকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত লেদু মিয়া বলেন, আমি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি। রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে আমার তিলে তিলে গড়া বসতঘরটিতে অগ্নীকান্ডের ঘটনা ঘটে। সব কিছু পুড়েগেছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমি কি খাবো,কোথায় থাকবো। কিছুই বুঝতে ছিনা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাছির আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবাটি একেবারেই নিঃস্ব হয়েগেছে।