চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের এক তরুণ সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১৪ অক্টোবর সোমবার চাঁদপুরে কোর্ট এফিডেভিটের মাধ্যমে হৃদয় চন্দ্র শীল নাম পরিবর্তন করে মোঃ আবদুল্লাহ্ করা হয়। কোর্ট এফিডেভিট শেষে মাগরিবের নামাজের পর বিশ্বখ্যাত ইসলামী মারকাজ চাঁদপুর জেলার ঐতিহ্য ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের বাইতুল মোকাদ্দাছ জামে মসজিদের ইমাম ও খতিব সহকারি অধ্যক্ষ মুফতী মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজীর কাছে কালিমা শরীফ পড়ে মুসলিম হয়।
জানা গেছে, হৃদয় চন্দ্র শীলের( বর্তমান নাম মোঃ আবদুল্লাহ)পিতা মুকুল চন্দ্র শীল ও মাতা শিবানী রানী শীল। মুসলিম আলেম-ওলামাদের আলোচনা শুনে কারো প্ররোচনায় না পড়ে নিজ ইচ্ছায় ও মাওলানা আব্দুল মান্নানের সহযোগীতায় এই তরুণ ইসলাম গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী নওমুসলিমকে শুভেচ্ছা জানান।