বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ ৪৩ টি ওয়ার্ডে একযোগে গণমিছিল বের করা হয়। সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
কুমিল্লা বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু এবং চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জোরালো আবেদন করছি যারা বিগত দিন ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকারের হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।