চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের উজ্জ্বল নক্ষত্র মানবদরদী, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক এর আজ শুভ জন্ম দিন।
মাজাকাত হারুন মানিক বলেন, প্রতিটি মানুষেরই জন্মদিনে মৃত্যুদিনের কথা মনে করিয়ে দেয়। নতুন একটি বছর পা দেয়া মানে জীবন থেকে আরো একটি বছর ঝরে যাওয়া মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। জন্ম মানে মৃত্যু অবধারিত প্রতিটি প্রাণীর। তাই পার্থিব জগতে মানুষের জন্য কিছু করতে পারা এর চেয়ে আনন্দ পৃথিবীর মাটিতে আর কিছুই নেই।
মাজাকাত হারুন মানিক এক্সিম ব্যাংক প্রতিষ্ঠাতা পরিচালক, এক্সপ্রেস ইন্সুরেন্স চেয়ারম্যান, আরণ ডেনিম লিমিটেড চেয়ারম্যান, কেমিটেন লিমিটেড চেয়ারম্যান, হারুন স্পিনিং লিঃ চেয়ারম্যান, মানিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, আবু আহমেদ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কেমিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, এফবিসিসি আই এর সাধারণ বডির মেম্বার।
এছাড়াও তিনি জনহিতৈষী প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে নিয়োজিত থেকে সমাজসেবা করে আসছেন।