ক্লান্তি দুর করে কর্মক্ষেত্রে সজিবতা ফিরিয়ে আনতে ভ্রমণের বিকল্প নেই। সেই জন্য প্রতিবছর দেশের পর্যটন স্পট গুলোতে আনন্দ ভ্রমণে যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য তথা গণমাধ্যমকর্মীরা। এবছরও সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রধান পর্যটন স্থান সেন্টমার্টিন ও পৃথিবীর বৃহত্তম সাগরতীর কক্সবাজার যাচ্ছে প্রেসক্লাবের সদস্যরা। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে সকালে কক্সবাজারে পৌঁছে তাৎক্ষনিক সেন্টমার্টিন গামী জাহাজে উঠবে। সেন্টমার্টিনে দুই দিন অবস্থান শেষ করে ৩০ ডিসেম্বর কক্সবাজার ফিরে আসবে সাংবাদিকরা। কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শনের মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী আনন্দ ভ্রমণের পরিসমাপ্তি ঘটবে।
সাবির্ক সুস্থ্য- সুন্দরভাবে আনন্দ ভ্রমণে যাওয়া ও ফিরে আসার জন্য দোয়া কামনা করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ সংগঠনের সভাপতি আলহাজ¦ মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।