বিশিষ্ট ব্যবসায়ী ও স্পেন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম ফরিদগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাহন আল্লাহ আমার মতো বান্দার হাত দিয়ে মানুষের সেবা করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি ও আমার প্রবাসী ভাইয়েরা চেষ্টা করছি সমাজকে কিছু দেয়ার জন্য।
আমাদের উসিলায় একটি পরিবার স্বাবলম্বি হয় , একজন প্রতিবন্ধী যদি চলার জন্য ভরসা পায় তবেই আমার প্রবাসে কষ্টার্জিত আয়টি বৈধ হবে। আমার পিতা একজিন আদর্শ শিক্ষক ছিলেন। তার আদর্শ অনুসরণ করে আমি ও আমার পরিবারের সদস্য এবং স্পেন প্রবাসী ভাইয়েরা চেষ্টা করছি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। গণমাধ্যমকর্মীরা সমাজের আলোক বর্তিকা আশা করছি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা সমাজের ভাল সবকিছুকে তুলে ধরার মাধ্যমে ফরিদগঞ্জসহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধ দেশে পরিনত করতে সক্ষম হবো।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদন আজিজুল রহমান মোল্লা, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মাস্টার, স্পেন প্রবাসী ব্যবসায়ী ও সাহিত্যিক ফকরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন প্রমুখ।
এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী ও স্পেন বিএনপির সভাপতি মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।