Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চরাঞ্চল বাসীর সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মেঘনা ধনাগোদা সেচ কার্যক্রম ফটো সেশনে উদ্বোধন ; বাস্তবে পানি পাচ্ছে না কৃষক মতলব উত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন মতলব উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বিভিন্ন স্থানে পথসভা ফরিদগঞ্জে সিএনজি  ছিনতাইকারী  আটক  হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন ফরিদগঞ্জে সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন মতলব উত্তরে ৫বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার শাহরাস্তিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

চাঁদপুরের অন্যতম সাহিত্য ও সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র আয়োজনে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে স্মরণ করার মধ্য দিয়ে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক সিআইপি মোতাহার হোসেন পাটোয়ারী।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত আইফা মিলনায়তনে এ আয়োজনে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস ও পায়েসের অন্যান্য উপাদান নিয়ে উপস্থিত হন সংগঠনের সদস্যবৃন্দ। সন্ধ্যা থেকেই লাকড়ির চুলায় প্রস্তুতি শুরু হয় রসের নাশতা তৈরির আয়োজনের। খেজুর রসের পায়েসের ম ম ঘ্রাণে ধীরে ধীরে সেখানে উপস্থিত হতে থাকে লেখক, সাংস্কৃতিকর্মীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ফরিদগঞ্জ লেখক ফোরাম উপজেলার একটি পুরোনো সংগঠন। সংগঠনটি শত প্রতিকুলতাকে মাড়িয়ে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসছে। অপসংস্কৃতি দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বির্নিমানে অর্থনীতির চেয়ে সাংস্কৃতি অধিক শক্তিশালী এবং দ্রুতগামী। টাকা দিয়ে একটি সমাজের সংস্কৃতি যত সময়ে পরিবর্তন করা যায়, সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে তার অর্ধেক সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ লেখক ফোরাম প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ কলেজ’র সাবেক শিক্ষক প্রফেসর লোকমান ।
রসের পায়েস খাওয়া এবং সংগীত সন্ধ্যা পূর্ববর্তী একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেটি ছিল বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সাধারণ সভা। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার ফাঁকে ফাঁকে রাঁধুনি সদস্যরা মেতে ওঠেন রসের পায়েস তৈরিতে। পরে সাধারণ সভা শেষে সকলেই শীতকালের অন্যতম পছন্দের খাবার রসের নাশতা খাওয়ায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবদুল মতিন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সহ-সভাপতি হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য ফরিদ আহমেদ মুন্না, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সাবেক সভাপতি পাভেল আল ইমরান, ফাতেমা আক্তার শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ সাজিদ, সাহেদ বিন তাহের, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক টিটু হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আরো পড়ুন  মতলব উত্তরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা - Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চরাঞ্চল বাসীর সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মেঘনা ধনাগোদা সেচ কার্যক্রম ফটো সেশনে উদ্বোধন ; বাস্তবে পানি পাচ্ছে না কৃষক
মতলব উত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
মতলব উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বিভিন্ন স্থানে পথসভা
ফরিদগঞ্জে সিএনজি  ছিনতাইকারী  আটক 
হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন

আরও খবর

error: Content is protected !!