হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ জানুয়ারী (শনিবার) বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পড়াশুনা যেন শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর না হয়। তোমাদের পড়াশুনা হবে বাস্তবধর্মী। প্রাতিষ্ঠানিক এ শিক্ষার মধ্যে দিয়ে তোমরা ভবিষ্যৎ কর্মের দিকে ধাবিত হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তোমাদের অর্জনটা যদি সঠিক ও পর্যাপ্ত হয় তাহলে শিক্ষা অর্জনের পরবর্তী ধাপগুলো দক্ষতার সাথে সম্পন্ন করা যায়। এই স্তরগুলোতে তোমাদের যদি কোন গ্যাপ থেকে যায় তাহলে তা কোনদিনও পূরণ করতে পারবে না।
তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক এ শিক্ষা অর্জনের পাশাপাশি নানা ধরণের মানবীয় গুণাবলী অর্জনের মধ্যদিয়ে সত্যিকার মানুষে পরিণত হবে। আর এ কাজে তোমাদের সহায়ক, নির্দেশকের ভূমিকায় রয়েছে শ্রদ্ধেয় শিক্ষকগণ।
এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ে পৌছালে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষের নেতৃত্বে তাকে ফুলেল শুভেছা জানানো হয়। এসময় প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠানের নবনির্মিত সুসজ্জিত অধ্যক্ষ কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুল চাকমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু সাঈদ, শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ২০২৫ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী শেখ নূরজাহান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।