বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে বরণ করে নিয়েছেন জেলার নেতাকর্মীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চিটাগাংরোড মুক্তিনগর এলাকায় ফুল দিয়ে বরণ করে নেয় ।
এদিনের অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া, উপহার ও মিষ্টি দিয়ে অধ্যাপক মামুন মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা, সংগঠনটির অঙ্গসংগঠনের সদস্যরা এবং স্থানীয় কর্মীরা।
অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, দলীয় ঐক্য ও সংগঠনের শৃঙ্খলা রক্ষা করেই আমরা আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমাদের দলের আদর্শ ও লক্ষ্যে অবিচল থাকতে সকলকে অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক ঘোষণার মাধ্যমে জেলা বিএনপির নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে নতুন কমিটিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়াইয়া দিপুকে ১ নং যুগ্ম আহ্বায়ক এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল, সদস্য হিসেবে আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।