মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের নির্বাচন ৮ ফেব্রুয়ারি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রার্থী, ভোটার ও বাজারের ব্যবসায়ীরা। নির্বাচনের পূর্বে একাধিক প্রার্থী বিভিন্ন ভোটারদের ভোট কেন্দ্রে ব্যালটে সীল দিয়ে মোবাইলে ছবি ধারন করে কেন্দ্রের বাইরে এসে দেখাতে হবে নির্দেশনা নিয়েছে। যা নির্বাচন আচরণবিধি লংঘন। এছাড়াও নির্বাচনে পেশিশক্তি প্রদর্শন করার ইঙ্গিত দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ সুপার, যৌথবাহিনী, উপজেলা প্রশাসন ও মতলব উত্তর থানা পুলিশের কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন সভাপতি প্রার্থী কাওসারুল আবেদীন লিটন।
আবেদন করার পর জাতীয়, স্থানীয় পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ভোটার ও বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক কাটতে শুরু করেছে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সভাপতি প্রার্থী সহ অন্যান্য পদের সকল প্রার্থীরাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছেন।
৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট কেন্দ্রের স্থান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ ফারুক আলম বলেন, নির্বাচনে সভাপতি পদ ১টি, সহ সভাপতি পদ ১টি, সম্পাদক পদ ১টি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ ৯টি রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি থাকবে। প্রার্থী, ভোটার, বাজারের ব্যবসায়ীসহ সকল ধরনের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।