ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের শোল্লা বাজারে এক বাক প্রতিবন্ধীকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এসে এক প্রবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে করে প্রায় পাঁচজন কম বেশি আহত হয়।এই নিয়ে চাঁদপুর আমলী আদালতে মামলা রুজু করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শোল্লা বাজার হাটবারের দিন বাজারের নয়নের মুদি দোকান ও আবুল হোসেনের ভ্যারাইটিজ স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
মামলার বাদি নান্নু মিয়া বলেন ঘটনার দিন হঠাৎ করে আসামিপক্ষ রেদওয়ান হোসেন রিয়াদ, রুবেল, হাসনাত, রবিন, রাব্বি হোসেন, ইসমাইল, আক্কাস বাক প্রতিবন্ধী মোঃ সোহেল হোসেনের উপর হামলা করে। হামলার খবর শুনে প্রবাসী মমতাজ মারাত্মক আহত প্রতিবন্ধী সোহেলকে বাজারের একজন চিকিৎসকের দোকানে চিকিৎসা করাতে নেন। এর পরক্ষণেই বিবাদীরা পূর্ব শত্রুতার যের ধরে প্রবাসী মমতাজের উপর হামলা করে এবং এতে করে তিনি মারাত্মকভাবে আহত হন। অন্যদিকে মমতাজের ভাই হান্নাম বলেন, উল্লেখিত সন্ত্রাসীরা আমার ভাই মমতাজকে মেরেছে শুনে আমি ভাইকে উদ্ধার করতে যাওয়ার পথেই তারা আমাকে এলো পাথারি কিল খুশি ও হকিস্টিক ও লাঠির আঘাতে আমিও মারাত্মকভাবে জখম হই।
এ বিষয়ে মারাত্মকভাবে আহত বাকপ্রতিবন্ধী সোহেলের সাথে হাসপাতালে কথা বলতে গেলে তিনি শরীরের জখমের ব্যথায় কথা বলতে না পারলেও শুধু কেঁদে কেঁদে হাউমাউ করেছেন।
প্রবাসী মমতাজ বলেন, বিবাদীরা এলাকায় চাঁদাবাজ বলেই পরিচিত। বিবাদীরা আরো আগে থেকেই বিভিন্নভাবে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। কিন্তু আমি তাদের দাবি কৃত চাঁদা দেইনা বলেই প্রতিবন্ধীর ঘটনাকে কেন্দ্র করে আমার উপর এই হামলা করে।
অন্যদিকে বাজারের কয়েক ব্যবসায়ী বলেন মঙ্গলবার বিবাদীরা বাজারে যে ঘটনা ঘটিয়েছে তা খুবই দুঃখজনক। এছাড়া এলাকার স্থানীয় ইউপি সদস্য সৈকত মোল্লা সহ আরো কজন বলেন, মঙ্গলবার বাজারে যে ঘটনা ঘটেছে তাহা খুবই দুঃখজনক। বিবাদীদের হামলায় আহত বাকপ্রতিবন্ধী সোহেলকে মমতাজ মিয়া চিকিৎসা করাতে নিলে তার উপর যে হামলা করা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। তারা শান্তিপ্রিয় শোল্লা বাজার আগামীতে শান্তিতে থাকার জন্য এই হামলার সুষ্ঠু বিচার চায়।
বিবাদী নান্নু মিয়া বলেন, মামলা দায়েরের কথা শুনে আসামি পক্ষরা তাদের ব্যাপক হুমকি-ধমকি দিচ্ছেন এবং বেশি বাড়াবাড়ি করলে আরো ব্যাপক ক্ষতি করবেন বলে জানান।