হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেনকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সভাপতি মোহাম্মদ আহসান হাবিব মজুমদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ফুলেল শুভেচ্ছাকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মো. সায়েদুল বাসার মজুমদার, রৌশন ইয়াজদানী, সহ-সভাপতি জুলফিকার আলী মজুমদার, যুগ্ন-সম্পাদক নেয়ামত উল্ল্যাহ, অর্থ সম্পাদক শাহজান বেপারী, আইসিটি সম্পাদক মো. হেদায়েত উল্ল্যাহ, যোগাযোগ সম্পাদক আলম তালুকদার, সহ-শিক্ষা সম্পাদক মো. মোশাররফ হোসেন, সদস্য মো. হাবীবুল বাশার মজুমদার (সাইফুল)সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।