মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, পড়ালেখার পাশাপাশি ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অত্র বিদ্যালয়ের সভাপতি হিল্লোল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদ।
সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ মাষ্টার এবং মোশাররফ হোসেন মাষ্টারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, পৌর যুবদল নেতা ইদ্রিস আলী, ইকবাল গাজী, জাকির হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।