Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

প্রত্ন-নাটক লোহাগড় মঠ’র উদ্ধোধনী মঞ্চায়ন সম্পন্ন

ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ‘লোহাগড়’ মঠ’র কাহিনি নির্ভর প্রত্ন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর তারুণ্য উৎসব মেলায় নাটকটি মঞ্চস্থ হয়েছে।
নাট্য-তাত্ত্বিক মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় রেজা আজিজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- কে এম মাসুদ, মো. আলমগির হোসেন পাটওয়ারী, ফাতেমাতুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রানি দত্ত, মো. মোর্শেদ আলম খান, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার, মো. মেহেদি হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরিয়ার আবির, স্বাধীন চন্দ্র দত্ত, (অতিথি শিল্পী), সিমন মাহ্দ্বীন (অতিথি শিল্পী), সিদরাদুল মুনতাহা সাকিবা (অতিথি শিল্পী) প্রমুখ।
নাটকটির পোষাক ও রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান এবং আবহ ও দ্রব্য সম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি। প্রস্তাব এবং পরিকল্পনায় ছিলেন ফরিদগঞ্জের নাট্য ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন।
প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালায় মাধ্যমে নির্মিত নাটকটির মুখ উপজ্জিব্য হলো- লোহাগড় মঠ ও মঠের সাথে সংশ্লিষ্ট দুই জমিদার ভাইয়ের দুঃশাসন এবং জনরোষে কী কারণে, কীভাবে পতিত হয়েছিল তার কাহিনীচিত্র। লৌহ ও গহড় এর বল্য-কাল থেকে উত্থান ও পতনের পরম্পরা নাটকটিতে রক্ষিত হয়েছে খুবই চমৎকারভাবে। একটি প্রত্ন-সম্পদকে কেন্দ্র করে অনুসন্ধানী বহুমাত্রিক প্রচেষ্টার মধ্যদিয়ে নাটকটির দেহপট রক্ষিত হয়েছে। তাই এই নাটকটিকে প্রত্ন-নাটক হিসেবে অভিধা দিয়েছে নির্দেশক মোস্তফা কামাল যাত্রা।
মোস্তফা কামাল যাত্রা নিজেও ফরিদগঞ্জ উপজেলা নিবাসী একজন নাটক অন্তপ্রাণ মানুষ। তাই নিজ জন্মভূমির প্রত্ন-নিদর্শন লোহাগড় মঠকে নিয়ে নাটকটি নিদের্শনা দেওয়ার জন্য আগ্রহী হন এবং কর্মশালার সমাপ্তিতে নাটকটি মঞ্চায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরো পড়ুন  চীনে করোনা সংক্রমণ বাড়ায় এশিয়ান গেমস স্থগিত  | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ১ 
কচুয়ায় চালককে হ*ত্যা করে অটোরিকশা ছিনতাই
চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক
সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে করে মতলব উত্তরে এলেন প্রবাসী মোবারক
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মেঘনায় গু*লি*তে দুজন নি*হ*তের ঘটনায় মামলা

আরও খবর

error: Content is protected !!