চাঁদপুরের ফরিদগঞ্জে আম্বিয়া খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ গ্রাম থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধা আম্বিয়া খাতুন ওই গ্রামের মৃত সোনা মিয়া মজুমদারের স্ত্রী। পাঁচ সন্তানের জননী তিনি।
জানা যায়, কয়েক বছর আগে বৃদ্ধার স্বামী মারা যায়। বুধবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।ভোররাতে নাতনি আছমা আক্তার দেখেন তার দাদি বাথরুমের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক জাকির হোসেন গিয়ে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, আম্বিয়া খাতুনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।