সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাপতিত্বে উক্ত সভায়
জানুয়ারী খ্রিঃ মাসে ভালো কাজের (মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল) কৃতিত্ব সরূপ হিসেবে ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই/মোঃ মাহবুবুল ইসলামকে
বেস্ট এস.আই নির্বাচিত হওয়ায় তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার। এ সময় সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উৎপাদন পুলিশ সুপার জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকুর চাকমা, হাজীগঞ্জ সার্কেলসহ আরো জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এস. আই মাহাবুবুল ইসলাম বলেন, আমি সরকারী নির্দেশনা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।
তিনি মাদক প্রতিরোধ প্রসঙ্গে বলেন, মাদকের সাথে কোনো রকম আপোষ করা যাবেনা। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা পুলিশ অনেক শক্ত অবস্থানে আছেন। অপরাধ করে কেউ পার পাবেনা বলে তিনি সর্ব সাধারনকে আশ্বস্ত করতে চান এবং জনতার পুলিশ জনতার হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।