Header Border

ঢাকা, রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ। শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কামরাঙ্গা উচ্চ বিদ্যালয়ে চুরির চেষ্টা, অধ্যক্ষের থানায় অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত চোরেরা প্রতিষ্ঠানটির তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে লোহার বেঞ্চ চুরি করতে যায়। তবে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পর বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী সাইফুর রহমান চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ওই সময় কলেজের কাছে কয়েকজন শিক্ষক ও কর্মচারী আলাপ করছিলেন। হঠাৎ শ্রেণিকক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে গেলে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের নৈশপ্রহরী মুনাফ বেপারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু দেখেননি বলে জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত কয়েক বছরে প্রতিষ্ঠান থেকে ১৪০ জোড়া বেঞ্চ চুরি হয়েছে। এছাড়া ডিজিটাল ল্যাবের সুরক্ষার জন্য সরকার প্রদত্ত রাডার মেশিনও চুরি গেছে। তবে প্রতিবারই নৈশপ্রহরী কোনো তথ্য জানেন না বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে অধ্যক্ষ রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শন করেন। তিনি কিছু আলামত সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অধ্যক্ষ কাজী সাইফুর রহমান প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করছি।”

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ‘ বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুততম সময়ে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, “এ ধরনের ঘটনা বারবার ঘটলে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিষ্ঠানের পরিবেশ ব্যাহত হবে। তাই দ্রুত সমাধান প্রয়োজন।”

আরো পড়ুন  চাঁদপুরসহ দেশের ৬১ জেলা পরিষদে আগামি ১৭ অক্টোবর নির্বাচনে | Rknews71

এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ নৈশপ্রহরীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবাই দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ
মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল
মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ
আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

আরও খবর

error: Content is protected !!