মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরসহ দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণা করে। এ সব জেলা পরিষদে ভোট নেওয়া হবে ইভিএমে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামি ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বিএনপি ও জাতীয় পার্টি বয়কট করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলায় চেয়ারম্যান নির্বাচিত হন।
অপর ১৩টি জেলায় আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এবং ২১টি জেলায় আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এর মধ্যে চাঁদপুরের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী নির্বাচিত হন।
পরবর্তীতে জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হলে সরকার বর্তমান চেয়ারম্যানদেরকে প্রশাসক হিসাবে পূনরায় দায়িত্ব প্রদান করেন। যার ফলে আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন।